লক্ষ্মীপুর প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭মার্চ সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে এ সভা হয়। এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শুরুতে জেলা প্রশাসকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ সরকারি বিভিন্ন দফতরের সদস্যরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইন রাফিন সরকার ,
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস মো. হাসান মোস্তফা স্বপন, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীসহ আরও অনেকে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ভাষণ প্রচার, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া জেলাজুড়ে আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনার সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
আপনার মতামত লিখুন :