লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ


প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন / ১৩৩
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক  লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে মোঃ দাদন মিয়া মৃধা। তিনি সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। দাবিকৃত টাকা না পেয়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

মোঃ দাদন মিয়া মৃধা বলেন, আমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরন, চুরি, ডাকাতী সহ যে সমস্ত অভিযোগ এনেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি যদি এসব কাজে জড়িত থাকতাম তাহলে আমার বিরুদ্ধে মামলা থাকতো। বরং কমিটির জন্য আমার কাছে টাকা দাবি করে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ইলিয়াস মীর। টাকা না দেওয়ায় মনগড়া কথা লিখে আমাকে অব্যাহতি প্রদান করেন। আমি উপজেলা ও জেলা নেতাদের হস্তক্ষেপ কামনা করি।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হুমায়ুন কবির বলেন, ওই কমিটি দেওয়ার সময়ও আমাকে জানায় নি, ভাঙ্গার বিষয়েও আমি জানি না।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাশেম আহমেদ রুপম বলেন, অব্যাহতির বিষয়টি আমাদের জানা নেই। এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিবের স্বাক্ষর নেই অব্যাহতি পত্রে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ