লক্ষ্মীপুরে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন / ১৫২
লক্ষ্মীপুরে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ভাষা শহীদের স্মরন করছেন লক্ষ্মীপুরবাসী।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এরপর, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বত্র জনগণ।

এদিকে সকাল সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নন্দনপুর শিক্ষক-শিক্ষার্থীরা ভাষা শহীদের স্মরনে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পায়ে হেঁটে। সবার মুখে স্লোগান ছিল, আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমরা কি ভুলতে পারি। পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। রফিক,সালাম, বরকত, জব্বার আমরা তোমায় ভুলি নাই। এসব স্লোগানে মুখরিত স্কুল এলাকা।

সকাল ৮ টার দিকে স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানান হয়।এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোবারক হোসেন সাধারণ সম্পাদক মাহফুজ আলম সিনিয়র সদস্য
রেদওয়ানুল করিম রঞ্জু, আব্বাস উদ্দিন,রাসেদ, ফয়সাল কবির প্রমূখ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ৪:০০ অপরাহ্ণ
  • ৫:৪০ অপরাহ্ণ
  • ৬:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ