লক্ষ্মীপুরে বিএনপির লিফলেট বিতরণ


প্রকাশের সময় : মে ১৯, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন / ৮৫
লক্ষ্মীপুরে বিএনপির লিফলেট বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার আহবান জানিয়ে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (১৮মে) সকালে শহরের গোডাউন রোড এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এসময় তাদের কার্যক্রম নিয়ে বাজার রোডে উঠতে গেলে পুলিশ বাধা প্রদান করলে পুনরায় গোডাউন রোডে ফিরে যায় তারা।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, হারুনুর রশিদ ব্যাপারি, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুবদল নেতা আব্দুল আলিম হুমায়ুন, সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এছাড়া অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, একটা প্রহসনের নির্বাচন ৭ই জানুয়ারি হয়েছে। এখন আবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নেই। আমরা জনগণকে জানিয়ে দিতে চাই একটা অবৈধ সরকার এদেশে ক্ষমতায় আছে, প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই আমরা এসব নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনগনকেও আহবান জানাচ্ছি তারা যাতে ভোট কেন্দ্রে না যায়।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ