লক্ষ্মীপুরে দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৭:২০ অপরাহ্ন / ২১০
লক্ষ্মীপুরে দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার ০৯ জুলাই বিকালে লক্ষ্মীপুর-২ সংসদীয় এলাকার ৯টি ইউনিয়নের সাড়ে ৪’শ পরিবারের মাঝে এ খাবার বিতরন করা হয়। এতে চাল, ডাল সহ সাড়ে ১৪কেজি পন্য রয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রেজাউল করিম রিয়ানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাশেম আহমেদ রুপম প্রমূখ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ