লক্ষ্মীপুরে দুস্থদের মাঝে ভিজএফের চাল বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন / ২১৩
লক্ষ্মীপুরে দুস্থদের মাঝে ভিজএফের চাল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকালে উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ২ হাজার ২৭৮টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম, ট্যাগ কর্মকর্তা  সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মজিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, আজ যে চাল বিতরণ করা হচ্ছে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। ঈদুল ফিতর উপলক্ষে তিনি এ জেলার দরিদ্র জনগোষ্ঠীর জন্য এগুলো পাঠিয়েছেন।যা অত্যন্ত সুষ্ঠুভাবে জেলার প্রত্যেকটি উপজেলায় ইউএনওদের যথাযথ তদারকিতে ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সেটি বন্টন করা হচ্ছে।

ইতোমধ্যে এখানকার বেশিরভাগ ইউনিয়নে চাল বিতরণ শেষ হয়েছে। আশা করছি উপকারভোগীরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন।