লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অনাড়ম্বর আয়োজনে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩০জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে টেলিভিশনটির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি কামালুর রহিম সমর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, গ্লোব কর্মকর্তা আতাউর রহমান,
জেলা হাসপাতাল ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি রাজু হাসান, সহ-সভাপতি নুরুল হুদা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান তুহিন।
এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ সুমন, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা, সাংবাদিক আনিস কবির, জাহাঙ্গীর লিটন, বিএম সাগর, সোহেল রানা, ফয়সাল কবির, রেজাউল করিম সুমন, রুবেল হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :