লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদরে টুমচর গুচ্ছ গ্রামের ৯০টি পরিবারের জন্য শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
রোববার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার টুমচর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) দক্ষিণ কালির চর ‘আবাসন-প্রকল্প’ গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এর-আগে, শনিবার সন্ধ্যা ‘গুচ্ছ গ্রামের ৯০ পরিবার ঠান্ডায় কাহিল, নেই শীতবস্ত্র’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় জেলা প্রশাসক সুরাইয়া জাহানের।
তাৎক্ষণিক জেলা প্রশাসক (ডিসি) সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন, গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) পৌঁছানোর জন্য।
একদিন পর গুচ্ছ গ্রামের বাসিন্দাদের হাতে-হাতে শীতবস্ত্র (কম্বল) উপহার দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মুকবুল হোসেন ও টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নরুল আমিন লোলাসহ প্রমুখ।
গুচ্ছ গ্রামের বাসিন্দা জাহান বেগম,নূর জাহান, আবু তাহের ও খুরশিদ আলম বলেন- আমরা অনেক খুশি হয়েছি। আমাদের একটি পরিবারকে একটি করে (কম্বল) উপহার দিয়েছে ইউএনও স্যার। অনেক ঘরে আবার দুইটি দিয়েছে। যেই ঘরে বয়োবৃদ্ধ মানুষ রয়েছে, তাদের মাঝেও কম্বল দিয়েছে। আমরা ইউএনও স্যারের জন্য দোয়া করবো। আল্লাহ যেনো স্যারকে সুস্থ রাখে। আমাদের এখন একটাই দাবি আমাদের অনেকগুলো ব্যারাক (কক্ষ) জীর্ণশীর্ণ। সেইগুলো সংস্কার করার। এছাড়া খালের ওইপাড়ে আসা-যাওয়া আমাদের অনেক কষ্ট হয়। নৌকা আমাদের ভরসা। অনেক সময় দুর্ঘটনা ঘটে। একটি সেতু খুব প্রয়োজন।
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন জেলা প্রশাসক (ডিসি) স্যারের নির্দেশে আমরা প্রায় গুচ্ছ গ্রামের ১শ ১০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছি। আমাদের এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :