লক্ষ্মীপুরে কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন / ১২৫
লক্ষ্মীপুরে কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা। লক্ষ্মীপুর পুরাতন পৌরসভা রোডস্থ সাপ্তাহিক হাট বারের কাঁচা বাজার ব্যবসায়ীবৃন্দ’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ৭০ জন কৃষক ও প্রান্তিক সবজি চাষী উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধন পরবর্তী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে সবজি বিক্রেতারা বলেন, পাকিস্তান আমল থেকে লক্ষ্মীপুর পুরাতন পৌরসভা রোডস্থ এলাকায় কাঁচাবাজারটি পরিচালনা হয়ে আসছে। বর্তমানে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এখানে বাজার বসে। যেখানে জেলার ৩ থেকে ৪ শতাধিক প্রান্তিক পর্যায়ের কৃষক ও ব্যবসায়ীরা তাদের সবজি নিয়ে আসেন। পৌর শহরের প্রানকেন্দ্রে বাজারটি হওয়ায় ক্রেতারাও এখান থেকে স্বাচ্ছন্দ্যে সবজি ক্রয় করে থাকেন।
সম্প্রতি গত ২৮ এপ্রিল মাইকিং করে কাঁচাবাজারটি স্থানান্তরের জন্য লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া নির্দেশ প্রদান করেন। এখানকার সবজি বিক্রেতাদের শহরের গোডাউন সড়কের বর্তমান অস্থায়ী মাছ বাজারে ব্যবসা করার জন্য বলেছেন। যেখানে একত্রে ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী ও কৃষক সবজি বিক্রি করতে পারবেন। এতে করে বাকি ২৫০ থেকে ৩০০ কৃষক তাদের উৎপাদিক সবজি বাজারে বিক্রি করার সুযোগ পাবে না।
আরও বলেন, লক্ষ্মীপুর গোডাউন সড়কটি খুবই ব্যস্ত সড়ক। এখানে সবসময় যানজট লেগে থাকে। এ অবস্থায় সেখানে সবজি ক্রয়-বিক্রয় ও লোড-আনলোড করা কষ্টসাধ্য হয়ে পড়বে। বিক্রিও কমে যাবে কয়েক গুন। তাই বাজারটি স্থানান্তর চাই না। আমরা পুরাতন পৌরসভা সড়কের এখানেই ব্যবসা করতে চাই। সে দাবিতে আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি।

এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, পুরাতন আদালত রোড ব্যস্ত এলাকা। এখানে রাস্তার উপর বাজার বসে। তাই পৌরসভার নির্দিষ্ট কাঁচাবাজার শেটে তাদের স্থানান্তরের করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এলাকাবাসীরও দাবি কাঁচাবাজারটি স্থানান্তরের।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ