লক্ষ্মীপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন / ৭১
লক্ষ্মীপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩জুলাই) দুপুরে সদর উপজেলার দালাল বাজার খন্দকারপুর আশ্রয়ন কেন্দ্রের অর্ধশতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেল এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া যুবলীগের চেয়ারম্যানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুন চৌধুরী, ইউপি সদস্য কাজল খাঁন, যুবলীগ নেতা অনিক, ছাত্রলীগ নেতা অপু চৌধুরী, আরিয়ান সোহান, শান্ত, নিরব প্রমুখ।

স্থানীয়রা বলেন, প্রধানমন্ত্রী দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পে অসহায়, দরিদ্র পরিবার বসবাস করছে। তারা অনেক সময় ঠিক মতো খেতেও পারে না। আজ চৌধুরী মাহমুদুন্নবী সোহেল যে খাদ্যসামগ্রী দিয়েছে এটি প্রশংসার কাজ। এমন উদ্যোগে তাকে ধন্যবাদ জানাই।

চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, মানবিক যুবলীগের চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়৷ যুবলীগ সব সময় মানবিক কর্মকান্ড পরিচালনা করে। সে ধারাবাহিকতায় আমার এমন উদ্যোগ। ভবিষ্যতে এমন কর্মকান্ড পরিচালনা করবো।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ