রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির খুটি, তার ও লোহার এঙ্গেল, নাট স্কুপ দিয়ে কারখানা নির্মান।


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৩:২৬ অপরাহ্ন / ৮৩
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির খুটি, তার ও লোহার এঙ্গেল, নাট স্কুপ দিয়ে কারখানা নির্মান।

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়ন ৭ নং চাঁদপুর গ্রামে অবৈধ পন্থায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির খুটি, তার ও লোহার এঙ্গেল, নাট স্কুপ ব্যাবহার করে পাইপ কারখানা নির্মানের অভিযোগ উঠেছে।

জানাযায়, চর বাগমারার জহুর মোল্লার ছেলে আলাল মোল্লা দীর্ঘদিন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির টিকাদার হিসেবে একছত্র ভাবে কাজ করে গেছেন। এরই পরিপেক্ষিতে টিকাদার আলাল মোল্লার ছেলে অনিক মোল্লা ছাত্রলীগের কর্মীদেরকে ব্যবহার করে অন্য টিকাদারদের ভয়ভীতি দেখিয়ে একক আধিপত্য বিস্তার করে মুষ্টিগত করে টেন্ডার বাজি বা জোর করে কাজ ছিনিয়ে নেওয়ার অহরহ অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, টিকাদার আলাল মোল্লার ছেলে অনিক মোল্লা বিভিন্ন সাইডে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ, মেরামত সহ নানা কাজে ইস্টিমেট অনুসারে কাজ না করে বেঁচে যাওয়া খুটি, তার, লোহার এ্যালবো, নাট- স্ক্রুপ ইত্যাদি ব্যবহার করে নির্মানাধীন পাইপ কারখানার কাজ করে যাচ্ছেন এবং কী বেঁচে যাওয়া তার দিয়ে লাউ এর জাংলা করেছেন। নিয়ম অনুসারে বেঁচে যাওয়া সকল উপকরণ পল্লী বিদ্যুৎ সমিতির কাছে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বৈদ্যুতিক উপকরণ বাঁচিয়েই তা দিয়ে তৈরি করছিলেন এই কারখানা। বিষয়টি সচেতন মহলের নজরে আসলে এর বৈধতা নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়। প্রশ্নের মুখে ও ডিজিএম (কারিগরি) পরিদর্শনের পরপরই তাড়াহুড়ো করে ব্যবহৃত খুটি, তার ও লোহার এঙ্গেল, নাট স্কুপ খুলে সরিয়ে ফেলেন।

এ বিষয়ে অনিক মোল্লার সাথে কথা হলে তার ভুল হয়েছে মর্মে স্বীকার করেন। পরবর্তীতে এরকম আর হবে না মর্মেও জানান তিনি। তিনি প্রতিবেদককে ম্যানেজ করতে নানা মহল দিয়ে চেষ্টা করেন।

উক্ত বিষয়ে ডিজিএম (কারিগরী) মোঃ শিফাজ উদ্দিন মল্লিক জানান, জিএম স্যার আমাকে সরেজমিনে অনুসন্ধানের জন্য পাঠান। আমি সরেজমিনে গিয়ে দেখেছি। খুটি গুলো গাড়া দেখেছি। সেটা ভাঙা হোক বা বাতিল তার ব্যক্তিগত কাজে তিনি ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে তদন্ত রিপোর্ট দিতে হলে একটা কমিটি লাগে। যদিও কোন পত্র পত্রিকায় রিপোর্ট বা লিখিত কোন অভিযোগ নেই।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ৪:০০ অপরাহ্ণ
  • ৫:৪০ অপরাহ্ণ
  • ৬:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ