রাজবাড়ী প্রতিনিধি ।।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ৩২ মণ ১০ কেজি ওজনের বিনষ্টযোগ্য পুরনো নথি বিক্রয় করা হয়েছে।
শনিবার দুপুরে রাজবাড়ী বাজারের মেসার্স নাহিয়ান আয়রন স্টোরের মালিক উজ্জল খানের কাছে এসব নথি বিক্রয় করা হয়।
নথি বিক্রির রাজবাড়ী জেলা জজ শীপেরফরমস এন্ড স্টেশনারী বিভাগের জাজ ইন-চার্জ ও সহকারী জজ মোঃ মিলন আলী স্বাক্ষরিত প্রত্যয়নপত্র থেকে জানা যায়,বিনষ্টযোগ্য নথি ৭৫০ টাকা মণ হারে মেসার্স নাহিয়ান আয়রন স্টোরের মালিক উজ্জল খানের কাছে বিক্রয় করা হয়। ৩২ মন ১০ কেজির মূল্য ধরা হয়েছে ২৪ হাজার ২শ টাকা।
প্রত্যয়নপত্র থেকে পাওয়া ফোন নাম্বার থেকে বেঞ্চ সহকারীকে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে সেরেস্তাদারকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।
জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.উজির আলী শেখ বলেন, আদালতের পুরাতন নথি ধ্বংস করার নিয়ম আছে কিন্তু বিক্রি করার নিয়ম আছে কিনা সেটা জানা নেই।
আপনার মতামত লিখুন :