রাজবাড়ীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় চেয়ারম্যানের ছেলে ও ভাতিজা নিহত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৩, ৪:১০ অপরাহ্ন / ৬৪২
রাজবাড়ীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় চেয়ারম্যানের ছেলে ও ভাতিজা নিহত

নিজস্ব সংবাদদাতা: রাজবাড়ীতে বালি বোঝাই ট্রাক চাপায় মোটর সাইকেল চালক ও আরোহী শেখ মোঃ মাহফুজুর রহমান সিফাত ( ১৭) ও সাকিব (১১) নামে দুই ভাই নিহত হয়েছে। সিফাত ও সাকিব সম্পর্কে আপন চাচাতো ভাই।

শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুই জন মোটর সাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলো।

নিহত সিফাত জেলা সদরের চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রবের ছেলে ও সাকিব চন্দনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধাওয়াপাড়া গ্রামের লোকমান শেখের ছেলে।

নিহত সিফাত রাজবাড়ী সরকারী কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণী ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চরপদ্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

চন্দনী ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন সরদার জানান, বাদ মাগরিব জানাযার নামাজ শেষে তাদের কে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর জানান, দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা সকলো শোকাহত। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা জানান, সংবাদ পেয়ে নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে সমবেদনা জানিয়েছি। এক সাথে দুই ভাইয়ের মৃত্যু হৃদয়বিদারক।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে ঘাতক ট্রাক ও চালক কে আটক করেছে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম পক্রিয়াধীন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ