‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচল অব্যাহত রাখার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার রাতে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিল। রাজবাড়ী স্টেশনে পৌঁছালে স্থানীয় লোকজন ট্রেনটি আটকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে গতকাল রাত সাড়ে আটটার দিকে অবরোধকারী ব্যক্তিরা রেলপথ থেকে সরে গেলে ট্রেনটি ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।
বিক্ষোভকারী ব্যক্তিরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি ১৫ নভেম্বর থেকে রাজবাড়ী পরিহার করে যশোর-নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার কথা। এমন খবর রাজবাড়ী জেলায় ছড়িয়ে পড়ে। ট্রেন দুটির রুট পরিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন। ফলে দুটি ট্রেনের রুট বদল না করার দাবিতে তাঁরা রেলপথ অবরোধ করেন।
আপনার মতামত লিখুন :