যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন / ২১৫
যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় জেলা সদরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা ও শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ