কাদের সিদ্দিকীর বক্তব্যের জবাবে দলগুলোর সহায়তা কামনা করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা মেরুদণ্ড বাঁকা করে না, নতজানু হয়ে না, আমরা মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব। কামিয়াব কতটুকু হব, সেটা আল্লাহপাক জানেন। আমরা সংলাপ শেষে আপনাদের বক্তব্য পর্যালোচনা করে সরকারের এবং সবার কাছে পৌঁছে দেব।’
সিইসি বলেন, রাজনৈতিক নেতাদের প্রতি যে আস্থা, সম্মান ও ভরসা, সেটা অক্ষুণ্ন রাখতে চান তাঁরা। নেতারা নেতৃত্ব দিয়ে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন। ইসি তাদের সীমিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালনের চেষ্টা করবে। সরকারও সহায়তা করবে বলে ইসি বিশ্বাস করে।
সিইসি বলেন, ইভিএমে ত্রুটি ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা তিনি দেননি। তখন কাদের সিদ্দিকী বলেন, একজন কমিশনার বলেছেন। এর জবাবে সিইসি বলেন, তাঁরা অনেক বৈঠক করেছিলেন। সেখানে ইভিএম–সংশ্লিষ্ট কেউ একজন পুরস্কারের বিষয়টি বলেছিলেন। সম্ভবত স্মৃতিভ্রম থেকে একজন কমিশনার ওই বক্তব্য দিয়েছেন।
এর আগে দুপুরে সংলাপে অংশ নিয়ে ইভিএম নয়, ব্লক চেইন টেকনোলজি এবং ই-ভোটিং চালু করার প্রস্তাব করে জাকের পার্টি। দলটি বলেছে, ইভিএম পুরো নিশ্ছিদ্র বা নিরাপদ নয়। প্রযুক্তির সূক্ষ্ম পরিবর্তন ঘটিয়ে এক প্রতীকের ভোট অন্য প্রতীকে গণনার আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :