মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ন / ৯৮৬
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

নূর্ধ্ব ২০ কোপা আমেরিকায় আগামী ২৪ জানুয়ারি, মঙ্গলবার, ভোর ৬ঃ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ১ম ম্যাচে, পেরুর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। অন্যদিকে, প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু আর্জেন্টিনার।

ফুটবলের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষের কথা কে না জানে? দুই দলের মধ্যে মুখোমুখি ম্যাচ আপ মানে ফুটবল ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে লাতিন আমেরিকার দুই জায়ান্টের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। যাইহোক, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে, ফলে উভয় দলের সমর্থকদের হতাশা দেখা দেয়। বিশ্বকাপের মঞ্চে তারা একে অপরের মুখোমুখি না হলেও চলমান “U-20 South America Championship”-এর গ্রুপ পর্বের ম্যাচে খেলতে যাচ্ছে দুই দল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। U-20 দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ বা জুনিয়র কোপা আমেরিকার 30 তম মরসুমের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-20 দল পেরুর মুখোমুখি হয় — যেখানে নেইমারের উত্তরসূরিরা সেই ম্যাচে পেরুকে 3-0 গোলে পরাজিত করেছিল।

ব্রাজিল তাদের প্রথম ম্যাচে জিতলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে হেরেছে। প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তে। পরের রাউন্ডে যেতে ব্রাজিলের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই মেসির উত্তরসূরিদের। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই খেলছে ‘গ্রুপ-এ’ তে। ১০টি দলের এই টুর্নামেন্টে পাঁচটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে খেলছে। ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়াও গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক কলম্বিয়া, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনেজুয়েলা, চিলি ও বলিভিয়া।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কলম্বিয়ার পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-আর্জেন্টিনা গ্রুপ পর্বের ম্যাচ। এখন পর্যন্ত এক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় এগিয়ে আছে ব্রাজিল। আর্জেন্টিনার পয়েন্ট শূন্য। উল্লেখ্য, ‘U-20 সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ প্রতি দুই বছর অন্তর আয়োজন করা হয়। টুর্নামেন্টটি শেষবার 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল। 2021 সালে ভেনেজুয়েলায় 30তম সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মহামারীর কারণে এটি স্থগিত করা হয়েছিল। এবারের আসর বসছে কলম্বিয়ায়।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ