মোঃ সজিব সরদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পনু শরীফ রিয়াদ (৩৬) নামে এক আইনজীবীকে কুপিয়ে জখম করার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেন মির্জাগঞ্জ থানা পুলিশ।
গত রবিবার (১৭ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামি উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালি গ্রামের গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে সাব্বির রহমান রিপন (৩০)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
আহত রিয়াদ একই এলাকার নাজেম আলী শরীফের ছেলে ও পটুয়াখালী জজ কোর্টের একজন আইনজীবী। হামলার ঘটনায় শনিবার রাতে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন আইনজীবী রিয়াদ।
মামলা এজাহার থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহ্জাহান হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে আইনজীবী রিয়াদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে ঘটনার দিন শনিবার সকালে ঘটনাস্থলে রিয়াদকে একা পেয়ে শাহজাহান হাওলাদার ও তার দুই ছেলে রিপন ও লিটন দা, বাশের লাঠি, লোহার রড, কাচিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রিয়াদকে জখম করে। এসময় তার সঙ্গে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ডাক-চিৎকার শুনে উদ্ধারের জন্য তার ভাইয়ের বউ ছুটে আসলে তাকেও লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :