মালদ্বীপের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) ফিফা প্রীতি ম্যাচের ২ ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।বিরতির পর ম্যাচের শেষ মুহূর্তে বদলি পাপন সিংয়ের গোলে উৎসবে মাতালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বিরতির আগে বাংলাদেশ রক্ষণ ব্যর্থতায় ২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। রিদয়, তপু ও সাদ আক্রমণ সামলাতে না পারলে আলি ফাসির গোল করে এগিয়ে দেন মালদ্বীপকে। তপুকে কাটিয়ে তিনি যে প্লেসিং করেছিলেন ফাসির সেই বল সাদের কাছ দিয়ে গোলরক্ষক মিতুলকে পরাস্ত করে জড়িয়ে যায় জালে।
এরপর ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। বিরতির পর দর্শক যখন ধরেই নিয়েছিল ম্যাচটি ১-১ গোলে ড্র হতে চলছে, ঠিক তখন পাপন গোল করে গ্যালারি মাতিয়ে দেন।
প্রথম ম্যাচে ১-০ গোলে হারা বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রইল।
আপনার মতামত লিখুন :