০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

    ভারত থেকে আসছে সিগারেট; যাচ্ছে রসুন

    • Reporter Name
    • Update Time : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
    • ১৪৬ Time View
    দেশের চলমান পরিস্থিতি  কাজে লাগিয়ে বেশ সরগরম অবৈধ সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোলাচালান কারবার। প্রায় প্রতিদিনই নানান ছদ্মবেশে রাঙামাটির দূর্গম সীমান্ত এলাকায় ভারত থেকে শুল্কবিহীন অবৈধ সিগারেট, চা-পাতা, চিনি, দুধ পাউডার’সহ বিভিন্ন জিনিসপত্র জেলার জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলের হরিনা সীমান্ত দিয়ে চোরাচালানি সিন্ডিকেট চক্র ক্রয় করছে।
    সিন্ডিকেট চক্র নানান ছদ্মাবরনে রাঙামাটি থেকে এসকল ভারতীয় সিগারেট চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে।মঙ্গলবার ভোরে অভিনব কায়দায় মাছের গাড়িতে করে রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচারের সময় মিনি ট্রাকের (চট্টমেট্রো-ন -১১২২৪৬) ভেতর থেকে প্রায় ৩৩ লক্ষ্য টাকা মূল্যের সিগারেট আটক করেছে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাছের ট্রাকটি আটকিয়ে তল্লাশী করলে ৩৭ কার্টুন ‘ওরিস’ ও ৪ কার্টুন ‘মন্ড’ ব্রান্ডের অবৈধ বিদেশী সিগারেট আটক করে। আটককৃত অবৈধ সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩৩ লক্ষ টাকা। পরবর্তীতে আটককৃত অবৈধ সিগারেট সেক্টর সদর দপ্তর বিজিবি, রাঙামাটিতে হস্তান্তর করা হয়।
    এদিকে চলতি সপ্তাহের রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের সাওতাল পাহাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭২৫ কার্টুন মন্ড ব্রান্ডের বিদেশী সিগারেটসহ সালাউদ্দিন ওরফে এরশাদ নামের একজনকে আটক করেছে রাঙামাটি জেলা পুলিশের বিশেষ শাখা ডিবি পুলিশের সদস্যরা। রোববার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। জানাগেছে, জব্দকৃত বিদেশী সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
    অপরদিকে রাঙামাটির বরকল উপজেলাধীন ভারত সীমান্তবর্তী হরিনায় রাঙামাটি থেকে বাংলাদেশী রসুন ভারতে পাচারের সময় ছোট হরিনা ব্যাটাঃ (১২ বিজিবি) এর বাজার ঘাট নামক স্থানে জিপি চেকপোস্টের সামনে নদীতে নৌকায় তল্লাশি করে প্রায় ৪শ কেজি বাংলাদেশী রসুন আটক করেছে বিজিবি। বিজিবির টহল কমান্ডার মোঃ মাহাবুবের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানের সময় মালিক বিহীন এই রসুনগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৮ হাজার টাকা।
    এছাড়াও গত ২৮ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বরকলের সুবলংয়ের হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় তিন লাখ টাকা মূল্যের ১৫৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, সুবলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মুহতাসিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অবৈধ ৬৯ টুকরো সেগুন কাঠ কাচালং বনশুল্ক ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
    স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি রাঙামাটি শহরে একাধিক চোরাচালানি সিন্ডিকেট সক্রিয়। শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপা, কলেজ গেইট এলাকায় বিভিন্ন কাচাঁমাল ব্যবসায়ির ছদ্মবেশে বাসা ভাড়া নিয়ে সিগারেট পাচার ব্যবসার সাথে জড়িত রয়েছে তারা। এছাড়াও মাছের ব্যবসার আড়ালেও সিগারেটে ব্যবসা করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।
    ×
    7 November 2025 07:19


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    জনপ্রিয় পোস্ট

    সিলেট ৩ আসনে এমএ মালিক প্রার্থিতায় বিস্মিত নেতাকর্মীরা, নিস্থব্দ তিন উপজেলা

    ভারত থেকে আসছে সিগারেট; যাচ্ছে রসুন

    Update Time : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
    দেশের চলমান পরিস্থিতি  কাজে লাগিয়ে বেশ সরগরম অবৈধ সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোলাচালান কারবার। প্রায় প্রতিদিনই নানান ছদ্মবেশে রাঙামাটির দূর্গম সীমান্ত এলাকায় ভারত থেকে শুল্কবিহীন অবৈধ সিগারেট, চা-পাতা, চিনি, দুধ পাউডার’সহ বিভিন্ন জিনিসপত্র জেলার জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলের হরিনা সীমান্ত দিয়ে চোরাচালানি সিন্ডিকেট চক্র ক্রয় করছে।
    সিন্ডিকেট চক্র নানান ছদ্মাবরনে রাঙামাটি থেকে এসকল ভারতীয় সিগারেট চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে।মঙ্গলবার ভোরে অভিনব কায়দায় মাছের গাড়িতে করে রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচারের সময় মিনি ট্রাকের (চট্টমেট্রো-ন -১১২২৪৬) ভেতর থেকে প্রায় ৩৩ লক্ষ্য টাকা মূল্যের সিগারেট আটক করেছে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাছের ট্রাকটি আটকিয়ে তল্লাশী করলে ৩৭ কার্টুন ‘ওরিস’ ও ৪ কার্টুন ‘মন্ড’ ব্রান্ডের অবৈধ বিদেশী সিগারেট আটক করে। আটককৃত অবৈধ সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩৩ লক্ষ টাকা। পরবর্তীতে আটককৃত অবৈধ সিগারেট সেক্টর সদর দপ্তর বিজিবি, রাঙামাটিতে হস্তান্তর করা হয়।
    এদিকে চলতি সপ্তাহের রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের সাওতাল পাহাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭২৫ কার্টুন মন্ড ব্রান্ডের বিদেশী সিগারেটসহ সালাউদ্দিন ওরফে এরশাদ নামের একজনকে আটক করেছে রাঙামাটি জেলা পুলিশের বিশেষ শাখা ডিবি পুলিশের সদস্যরা। রোববার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। জানাগেছে, জব্দকৃত বিদেশী সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
    অপরদিকে রাঙামাটির বরকল উপজেলাধীন ভারত সীমান্তবর্তী হরিনায় রাঙামাটি থেকে বাংলাদেশী রসুন ভারতে পাচারের সময় ছোট হরিনা ব্যাটাঃ (১২ বিজিবি) এর বাজার ঘাট নামক স্থানে জিপি চেকপোস্টের সামনে নদীতে নৌকায় তল্লাশি করে প্রায় ৪শ কেজি বাংলাদেশী রসুন আটক করেছে বিজিবি। বিজিবির টহল কমান্ডার মোঃ মাহাবুবের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানের সময় মালিক বিহীন এই রসুনগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৮ হাজার টাকা।
    এছাড়াও গত ২৮ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বরকলের সুবলংয়ের হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় তিন লাখ টাকা মূল্যের ১৫৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, সুবলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মুহতাসিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অবৈধ ৬৯ টুকরো সেগুন কাঠ কাচালং বনশুল্ক ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
    স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি রাঙামাটি শহরে একাধিক চোরাচালানি সিন্ডিকেট সক্রিয়। শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপা, কলেজ গেইট এলাকায় বিভিন্ন কাচাঁমাল ব্যবসায়ির ছদ্মবেশে বাসা ভাড়া নিয়ে সিগারেট পাচার ব্যবসার সাথে জড়িত রয়েছে তারা। এছাড়াও মাছের ব্যবসার আড়ালেও সিগারেটে ব্যবসা করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।
    ×
    7 November 2025 07:19