ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সহ ১০ পদে আ’ওয়ামীরীগ বিজয়ী


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন / ৭৯৯
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সহ ১০ পদে আ’ওয়ামীরীগ বিজয়ী

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ২৬ জানুয়ারী ২০২৩ রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডঃতানভীর ভূঁইয়া সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডঃসামসুজ্জামান চৌধুরী কানন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকাল ১১ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার ৫৬০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করে ।শুক্রবার মধ্যরাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সিনিঃ সহ-সভাপতি পদে অ্যাডঃ এস এম মোস্তাক আহমেদ,সভাপতি পদে অ্যাডঃমোঃ ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক -১ পদে অ্যাডঃ বশীর আহম্মদ খান,যুগ্ম সাধারণ সম্পাদক -২ পদে অ্যাডঃমোঃ রাশেদ মিয়া হাজারী,সম্পাদক পাঠাগার পদে অ্যাডঃ মোহাম্মদ আবু ইউসুফ, সম্পাদক তথ্য প্রযুক্তি পদে অ্যাডঃ আব্দুল জব্বার মামুন,সমাজ কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন আতিক, সম্পাদক মহিলা বিষয়ক পদে অ্যাডঃ দিলশাদ ইয়াসমিন, অডিটর পদে অ্যাডঃ রফিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ছেন -অ্যাডঃ মোঃ রেজোওয়ানুর রহমান রণি, অ্যাডঃ মোহাম্মদ আল- মামুন, অ্যাডঃ জিল্লুর রহমান ও অ্যাডঃ মীর মোহাম্মদ রাইসুল আহমেদ রাসেল।

মোট ১৫ টি পদের জন্য ভোট যুদ্ধে সভাপতি ছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোট ১০ পদে এবং সাধারণ সম্পাদক পদ সহ মোট ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয় লাভ করে। মহিলা বিষয়ক সম্পাদক পদে ১জন সতন্ত্র প্রার্থী জয় লাভ করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা হতে তিন জন প্রার্থীর মধ্যে দুইজন তরুন আইনজিবী জয়যুক্ত হয়েছেন। তারা হলেন চাতলপাড়ের কৃতি সন্তান নবনির্বাচিত সমাজকল্যান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন আতিক ও কার্যকরি কমিটির নব নির্বাচিত সদস্য নাসিরনগর উপজেলা সদরের কৃতিসন্তান অ্যাডঃ মীর রাইসুল আহমেদ রাসেল

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ