বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতা হত্যা


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন / ১৯
বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতা হত্যা

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সজীব তরফদার নিহত হয়েছে। এসময় তার মটর সাইকেলে থাকা কামাল নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । নিহত সজীব সদরের ডেমা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সিদ্দিক তরফদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ৪ নভেম্বর দুপুরে বাগেরহাট জেলা শহর খেকে নিজ গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে প্রথমে দুইটি গুলি করে এরপরে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে সজিবের মৃত্যু হয়। সজিব নিহতে খবর ছড়িয়ে পড়লে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে । দ্রুত খুনিদের আইনের আওতায় আনার দাবী তাদের । খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আসামীদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানান  বাগেরহাট সদর মডেল থানার ওসি সাঈদুর রহমান।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ