শাহ্ আলমঃ রাজধানীর আগাঁরগাওয়ে আজ সকাল ১১.০০ মিনিট এ কলাপাতা বাংলা, থাই চায়নিজ হোটেল ও রেষ্টুরেন্টে বাংলাদেশ সিনিয়র মেডিকেল টেকনোলোজিষ্ট (অফিসার্স) এসোসিয়েশনের আয়োজনে মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনয় এক সাধারন সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাবু চন্দ্র শেখর সাহা। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন খাঁন (সাবেক পাবলিক এনালিস্ট) বিশেষ অতিথির আসন গ্রহন করেন কবি আরেফিন রব ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল- কোর আনের আয়াত পাঠ করেন মোঃ এমদাদ হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন বাবু গনেশ চন্দ্র। বিএমটির সাবেক মহাসচিব প্রয়াত আশীষ কুমার ও এসএমটি মরহু মোঃ মোজাম্মেল হক দ্বয় এর আত্মার শান্তি কামনায়, জনাব, কবি আরেফিন রব একটি শোক প্রস্তাব ও ১ মিঃ নিরবতা পালনের প্রস্তাব করলে তা পালন করা হয়।
জনাব,সমীর কুমার বেপারী তার স্বগত বক্তব্য দিয়ে মূল আলোচনা শুরু করেন। আলোচনায় এসোসিয়েশনের চলতি দ্বায়িত্বে কর্মরত কর্মকর্তাদের নিয়মিতকরন ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি আলোকপাত করেন।
বিভিন্ন গুনিজনের আলোচনায় এসোসিয়েশনের উত্তোরোত্তর সাফল্য কামনাই স্থান পায়। বিশিষ্ট ব্যাক্তিবর্গের আলোচনায়,সন্মানিত উপস্থিতিদের প্রস্তাবনায় ও সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সিনিয়র মেডিকেল টেকনোলোজিষ্ট এসোসিয়েশনের একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সিদ্ধান্ত মোতাবেক উক্ত সভার সভাপতি ৩১ সদস্য বিশিষ্ট একটি(২০২৩/২০২৬) কমিটি ঘোষণা করেন, যার সভাপতিঃ জনাব,সমির কুমার বেপারী সিনিয়রঃ সহসভাপতি এম ডি আলমগীর হোসেন
মহাসচিবঃ মোঃদেলোয়ার হোসেন
সাংগঠনিক সম্পাদকঃ মোঃ শহীদুল ইসলাম ও অর্থ সম্পাদকঃ মোঃ এমদাদ হোসেন এর নাম ঘোষণা করা হয়। সভার সব উপস্থিতি করতালির মধ্য দিয়ে নবগঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদকঃ সহ সকলকে সাদরে গ্রহন করে নেয়।
নবগঠিত কমিটির সভাপতি জনাব,সমীর কুমার বেপারীকে তার অনুভূতি ও কর্মপরিকল্পনা সম্পর্ক জানতে চাইলে তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন আমি গর্বিত আনন্দিত ও পুলকিত যে এত গুলো মানুষ আমাকে শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি আরো বলতে চাই ভবিশ্যতে যদি আমি পদ- পদবী নাও পাই তবুও যেন আমি সকলের শ্রদ্ধা আর ভালবাসা নিয়ে তাদের সাথে থাকতে পারি, সেবা করতে পারি।
যারা আমাকে মনোনীত করেছেন, আজীবন তাদের সাথে যেন ভাল একটা সুসম্পর্ক নিয়ে থাকতে পারি এতটুকুই আমার চাওয়া।
কমিটি ঘোষনা শেষে উক্ত সভার সভাপতি তার সমাপনি বক্তব্য পেশ করেন এবং সন্মানিত অতিথিদের মধ্যাহ্ন ভোজের আহ্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :