বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন / ৪৫
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি

বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও আপামর জনতার রক্তঝরানো অকুতভয় সংগ্রামের সফল পরিণতি ঘটেছে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে। দীর্ঘ ১৬ (ষোল) বছর স্বৈরাচারী শাসকের অত্যাচারে নিপীড়নে অতিষ্ঠ সাধারণ দেশবাসী বিজয়ের বাধভাংগা উচ্ছাস প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও আমজনতার ঐতিহাসিক এ বিজয়ে উল্লসিত। এ বিজয় অর্জন করতে গিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশী জীবনহানি হয়েছে এবং আহত হয়েছেন সহস্রাধিক ব্যক্তি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিক নিহত ও গুরুতর আহত হয়েছেন, আমরা নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। শান্তি শৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর উল্লেখযোগ্য সদস্যও নিহত এবং আহত হয়েছেন। সারা দেশের অনেক থানা ফাড়ি আক্রমনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে। আক্রমনকারীদের আক্রমনে আক্রান্ত অনেক পুলিশ ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ জীবন বাঁচাতে কর্মস্থল ছেড়ে চলে গেছেন।

এরূপ পরিস্থিতিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি প্রিয় দেশবাসীর প্রতি এ মর্মে অনুরোধ জানাচ্ছে যে, আসুন আমরা সবাই আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী সমাজ ও দেশ গঠনের আন্দোলনের শুরু থেকে এ যাবৎ ছাত্র জনতা, পুলিশ, আনসার, সাংবাদিক যারা দূর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি এবং যারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। দেশের জনগণের জান-মাল ও সরকারী সম্পত্তি হেফাজতে রাখার জন্য পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। পুলিশের দায়িত্ব পালনে সহযোগিতা করা বর্তমানে আমাদের অন্যতম দায়িত্ব। আসুন আমরা এ পবিত্র দায়িত্ব আন্তরিকভাবে পালন করি।

আপনারা সকলেই জানেন যে, অতি উৎসাহী, অপেশাদার এবং পক্ষপাতদুষ্ট কিছু পুলিশ সদস্য স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে নিরীহ ছাত্র জনতাকে হত্যাসহ অত্যাচার, নিপীড়ন করেছে। আমাদের সমিতি তাদের পক্ষপাতমূলক অপেশাদারী ও জনবিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা করছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবী করছে। একই সাথে সমিতি নিরপরাধ পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গ যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীকে দেশের এ ক্রান্তিলগ্নে নিরাপদে

এবং নবউদ্যোমে কাজ করার পরিবেশ তৈরী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

এ সফল আন্দোলনে নিহত আহত সকল ছাত্র-জনতাসহ পুলিশ বাহিনীর সদস্যদের উপযুক্ত ক্ষতিপুরণ প্রদানের জন্য আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। নিহত সকল পর্যায়ের ব্যক্তিগণের শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণকে আমরা জানাচ্ছি আন্তরিক সমবেদনা এবং মহান সৃষ্টি কর্তার নিকট তাদের আত্মার শান্তি কামনা করছি।

বিগত সরকারের একটি বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে ২০২০ সালের জানুয়ারীর পূর্বে যারা অবসরে গেছেন তারা রেশন সুবিধা হতে বঞ্চিত হয়েছেনক সিদ্ধান্তের কারণে ২০২০ সালের জানুয়ারীর পালের জানুয়ারীর পূর্বে অনুসন ব্যাংককারী পুলিশ কর্মকর্ত/কর্মচারীদেরবেশের আকুতি মিনতি করার পরও ২০২০ অবসরপ্রাপ্ত রেশন বঞ্চিত পুলিশ বাহিনীর মধ্যে দারুণ উ/কর্মচারীদেরকে রেশন সুবিধা দেওয়া হয়নি। যার পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের ব্রেশন সুবিধার দাবি করছি।

ভাবিষ্যতে পুলিশ বাহিনীকে একই ধরনের অনাকাংখিত পরিস্থিতির সম্মুখীন হতে যাতে না হয় এ জন্য পুলিশ বাহিনীতে আমুল সংস্কারের প্রয়োজনের অনাকাংখিত পরিস্থিতির সম্মানন্তন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইউএনডিপির সহায়তায় পুলিশ রিফায়ালো। উল্লেখ্য, ২০০৭ সালে তদানি নিয়ে বিভিন্ন উন্নত গণতান্ত্রিক দেশের পুলিশি ব্যবস্থা পর্যালোচনা করে “দি কোথায় হাতে নেয়া হয় ন্যান্সি ২০০৭ এর খসড়া তত্ত্বাবধায়ক সরকারের নিকট পেশ করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অঅিধ্যাদেশ আকারে জারী করা হয়নি। আমরা উক্ত প্রস্তাবিত অধ্যাদেশ জারী করার জন্য বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

পরিশেষে, অধস্তন সকল পুলিশ সদস্যকে আইজিপি মহোদয়ের নির্দেশে যথাশীঘ্র সম্ভব নিজ নিজ কর্মস্থলে যোগদানপূর্বক আইন-শৃংখলা রক্ষা কাজে নিজেদেরকে নিয়োজিত করার জন্য আহ্বান জানাচ্ছি। তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে। আশাকরি নিরাপত্তাজনিত কোন সমস্যা এখন আর হবে না। তাদের অন্যান্য যৌক্তিক দাবিদাওয়া কর্তৃপক্ষ নিশ্চয়ই পর্যায়ক্রমে পূরণ করবেন মর্মে আমাদের আস্থা রয়েছে।

আপনাদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ