বাংলাদেশি না থাকায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছে কলকাতার মারক্যুইস স্ট্রিট অঞ্চল


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন / ৩৫
বাংলাদেশি না থাকায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছে কলকাতার মারক্যুইস স্ট্রিট অঞ্চল

বাংলাদেশি না থাকায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছে কলকাতার মারক্যুইস স্ট্রিট অঞ্চল। গত ৭ দিনে সে অঞ্চলের চারটি দোকান বন্ধ হয়েছে।এর মধ্যে দুটি মানি এক্সচেঞ্জ, একটি ট্রাভেল ব্যবসা ও একটি পোশাকের দোকান।

স্থানীয়দের তথ্য মতে, সে অঞ্চলের একটি ৮০-১০০ স্কোয়ার ফিটের জায়গার মাসিক ভাড়া এক- দেড় লাখ রুপি। আগস্টের পর থেকে বাংলাদেশি না আসায় এখন সেই ভাড়ার টাকা তোলাই দায় হয়েছে উঠেছে। যে কারণে পর পর চারটি দোকান বন্ধ হয়েছে মারক্যুইস স্ট্রিটে। এরকম চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে তাই নিয়ে চিন্তিত সে অঞ্চলের ‘মারক্যুইস স্ট্রিট – ফ্রিস্কুলস্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি’র সদস্যরা। মূলত বাংলাদেশিদের নিরাপত্তা এবং সুযোগ-সুবিধার জন্য এই সংগঠনটি বানিয়েছিল সে অঞ্চলের ব্যবসায়ীরা। তাদের অভিমত, করোনা পরবর্তীতে যখন বেচাকেনার পসরা কলকাতায় জমে ওঠেনি তখনও এতটা বাজে অবস্থা ছিল না। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।

মূলত, নভেম্বরের এই সময়টায় বাঙালিদের ভিড়ে থিক থিক করে মারক্যুইস স্ট্রিট এবং নিউমার্কেট অঞ্চল। কিন্তু বর্তমানে ভারতের ভিসা না পাওয়ায় পরিস্থিতি পুরো পাল্টে গেছে। সে অঞ্চল দেখলে মনে হবে যেন এখনও করোনা মহামারী চলছে।হোটেল তো তাও কিছুটা স্বাভাবিক আছে। বড়দিনে অনেকটাই স্বাভাবিক হবে।কিন্তু ভারত-বাংলাদেশে যাত্রী পরিবহন বাসগুলো একেবারে শুয়ে পড়েছে।

বাংলাদেশিদের প্রভাব হসপিটাল ব্যবসাতেও পড়েছে। আগস্ট মাস থেকেই আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হয়েছে। এখন প্রতিদিন ৫০ থেকে ১০০ জন বাঙালি বাংলাদেশ থেকে ইনকয়ারি করছে। বর্তমানে মাত্র বিশ শতাংশ বাংলাদেশি পেশেন্ট কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং যারা শহরে অবস্থান করছেন তারা সকলরেই পুরনো ভিসায়।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ নির্ভর ভারতের ব্যবসা বানিজ্যসহ বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। এতে বিপাকে ভারতের ব্যবসায়ীরা।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ