বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, একজন গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ২:২৬ অপরাহ্ন / ১২
বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, একজন গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পলিশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে র‍্যাব-১৪–এর জামালপুর ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা আবদুল হাই চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার করার তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার রাসেল খান (২৭) উপজেলার সুলতানখালী এলাকার বাসিন্দা।

নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের পর ওই গৃহবধূকে হত্যা করা হয়। বাড়িতে তিনি একাই ছিলেন। চাকরি ও পড়াশোনার কারণে তাঁর স্বামী ও দুই ছেলে–মেয়ে জেলার বাইরে থাকেন। ১১ সেপ্টেম্বর বাড়ির প্রধান ফটক দীর্ঘ সময় ধরে বন্ধ দেখেন প্রতিবেশীরা। কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়াল টপকে বাড়িটির ভেতরে প্রবেশ করেন কয়েকজন। এ সময় তাঁরা দেখেন, দরজা খোলা অবস্থায় খাটের ওপর গৃহবধূর মরদেহ পড়ে আছে। তাঁর মুখে কাপড় গোঁজা এবং হাত-পা বাঁধা ছিল।

র‍্যাব জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ওই গৃহবধূকে ধর্ষণের পর হত্যার করা হয়েছে। এরপর ৮ লাখ ৮০ হাজার টাকাসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
১৩ সেপ্টেম্বর ওই গৃহবধূর এক স্বজন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মেলান্দহ থানায় দায়ের করা মামলাটির ছায়াতদন্ত করছে র‍্যাব। সন্দেহভাজন হিসেবে রাসেল খানকে গ্রেপ্তার করা হয়েছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ