বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জননেতা জনাব ইয়াছিন আলীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা শুক্রবার রামগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
এসময় ইয়াছিন আলী বলেন আমি বন্যা শুরুর প্রথম দিন থেকেই রামগঞ্জ বাসীর খোজ খবর সহ গত ১০ দিন যাবৎ প্রতিটি ঘরে ঘরে দেশনায়ক তারেক রহমানের নিদ্দেশে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছি।আমার ব্যক্তি গত ফেইসবুকে একটি পোস্ট করে আমার নাম্বার দিয়ে দিয়েছি অনেকে লজ্জার কারনে খাদ্য সামগ্রী গ্রহণ করতে চান না, তাই আমার সাথে ইতিমধ্যে কলের মাধ্যমে অনেকের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। আমি সব সময় বলি রামগঞ্জ বাসীর পাশে আছি পাশে থাকবো এই স্লোগান নিয়ে দীর্ঘপথ চলা। উপজেলার চন্ডীপুর,ভোলাকোট, নোয়াপাড়া ইউনিয়নে প্রায় এক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে ছিলো- চাল, ডাল, তৈল,মুড়ি,বিস্কুট, পেয়াজ,আলু,খেজুর,স্যালাইন, পানি ও শুকনো খাবার।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকারম ও রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমরান, সিনিয়র সহ সভাপতি খোরশেদ রব্বানী ও পৌর নিশান মজুমদার, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :