পুরান ঢাকায় রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন / ১৩২
পুরান ঢাকায় রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার ভোর সাড়ে ৩টায় আমাদের কাছে খবর আসে চকবাজারের ইসলামবাগে একটি ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। পরে আগুন নেভাতে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫মিনিটে। এরপর আগুনের তীব্রতা বাড়লে সেখানে মোট ৯টি ইউনিট পাঠানো হয়। লিমা খানম আরও বলেন, ফায়ার সার্ভিসের লালবাগ, সদরঘাট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয় বেলা পৌঁনে ১১ টায়। অগ্নিকা-ের সূত্রপাত ও হতাহতের খবর জানা যায়নি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ৪:০০ অপরাহ্ণ
  • ৫:৪০ অপরাহ্ণ
  • ৬:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ