নিষেধাজ্ঞা শেষে পদ্মায় নেমেছেন জেলেরা, বেশি ধরা পড়ছে মা ইলিশ ও জাটকা


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন / ২১
নিষেধাজ্ঞা শেষে পদ্মায় নেমেছেন জেলেরা, বেশি ধরা পড়ছে মা ইলিশ ও জাটকা

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পুরোদমে ইলিশ শিকারে নেমেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলেরা। তাঁরা জানিয়েছেন, পদ্মা নদীতে এখন ডিমভর্তি মা ইলিশ ও জাটকা ধরা পড়ছে। তবে গত বছরের তুলনায় এবার ইলিশ পাওয়া যাচ্ছে কম।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাজবাড়ীসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া মাছবাজারে দেখা যায়, ইলিশের বেচাকেনা চলছে। ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। প্রতিদিন এক বেলায় ৯ থেকে ১০ লাখ টাকার ইলিশ বিক্রি হচ্ছে। তবে বেশির ভাগ ইলিশের পেটভর্তি ডিম এবং জাটকা আছে। এ ছাড়া গত বছরের তুলনায় ইলিশ কম ধরা পড়ছে বলে মনে করছেন তাঁরা। রাতভর শিকার শেষে ভোরেই ঝুড়িভর্তি ইলিশ নিয়ে মহাজনের আড়তে ঢেলে দিচ্ছিলেন জেলেরা। দাম কিছুটা কম হওয়ায় বিভিন্ন এলাকা থেকে অনেকে পছন্দমতো পদ্মার ইলিশ কিনছেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ