নাসিরনগরে বিস্ফোরক মামলায় আব্দুল হাই ও বন্ধন গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ৯:১৩ অপরাহ্ন / ৫২
নাসিরনগরে বিস্ফোরক মামলায় আব্দুল হাই ও বন্ধন  গ্রেপ্তার

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিস্ফোরক মামলায় বন্ধন চন্দ্র দেব (৪০)ও মোঃ আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার রাত অনুমান নয় ঘটিকার সময় নাসিরনগর বাজার থেকে বন্ধনকে গ্রেপ্তার করে।বন্ধন চন্দ্র দেব নাসিরনগর সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামের মৃত নলিনী মোহন দেবের ছেলে। সে নাসিরনগর সদর ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক।

অপরদিকে একই মামলায় সন্ধ্যায় বুড়িশ্বর গ্রামের মৃত ইউসুফ আলী শাহের ছেলে মোঃ আব্দুল হাই শাহ (৫৫)কে শ্রীঘর বাজার হতে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তারকৃত আব্দুল হাই বুড়িশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নাসিরনগর থানার এস আই মহিন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।