নওগাঁ শহরে সন্ত্রাসীর গুলিতে ৩ সহোদর গুলিবিদ্ধ


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন / ৩৬
নওগাঁ শহরে সন্ত্রাসীর গুলিতে ৩ সহোদর গুলিবিদ্ধ

শনিবার রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিন জন বিএনপির নেতাকর্মী বলে দাবি করছেন স্থানীয় বিএনপি।হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত ৩ সহোদর হলেন ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে আব্দুল মজিদ (৬০) কাবিল হোসেন (৫২) শফিকুল ইসলাম (৪৫)। প্রত্যক্ষদর্শিরা জানান, রাত ১০ টার দিকে  আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এসময় হঠাতই মোটর সাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে রেখে যায়। বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী ২ সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া শট গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ