সারা দেশের ন্যায় নওগাঁয় শনিবার বিকেলে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভার আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রঞ্জু, যুবদল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মোক্তার, স্বেচ্ছাসেবক দল নওগাঁ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শামীম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম টুটুল, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।
আপনার মতামত লিখুন :