নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামে বরেন্দ্রের একটি গভীর নলকূপের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ অবশেষে সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় স্থানীয় পরিবেশে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত ৩১ জানুয়ারি ২০২৫, আনুমানিক রাত ৯টার দিকে বলিহার বাজারে এই সহিংস ঘটনা ঘটে। মোঃ সেলিম রেজা, পিতা মোঃ আনোয়ার হোসেন মোল্যা, যখন সাইফুলের চায়ের দোকানে বসে ছিলেন, তখন পরিকল্পিতভাবে একটি দল তার ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, মোঃ শাওন চৌধুরী, মোঃ আইজুল চৌধুরী, মোঃ আইয়ুব আলী চৌধুরী এবং মোঃ রিপন চৌধুরী চায়ের দোকান থেকে সেলিমকে টেনে বের করে আঘাত করতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা সেলিমের গলায় থাকা মাফলার দিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। এ সময় সুজন নামের এক যুবক এগিয়ে এসে সেলিমকে রক্ষা করার চেষ্টা করলে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সেলিমের মাথায় আঘাত করার চেষ্টা করে। তবে শামিম নামের এক ব্যক্তি লাঠি ধরে ফেলায় সেলিম গুরুতর আঘাত থেকে রক্ষা পান। পরে স্থানীয় লোকজন এবং পাশের বাড়ির মহিলারা দ্রুত সেলিমকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।
প্রাথমিক হামলার পর হামলাকারী দলটি সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। অভিযোগ রয়েছে, তারা লাঠি, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেলিমের বাড়িতে হামলার জন্য যায়। তবে বাড়িতে কাউকে না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে ফিরে আসে। এর পর মোঃ আইয়ুব চৌধুরী বাজারে প্রকাশ্যে হুমকি দেয়, সেলিমকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে।
পরদিন সকালে একই স্থানে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হামিদুর রহমানের সামনেও সেলিম এবং চেয়ারম্যানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে অভিযুক্তরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বলিহার গ্রামের কুড়মইল মৌজায় অবস্থিত একটি বরেন্দ্রের গভীর নলকূপ নিয়ে এই বিরোধের সূত্রপাত। গত ২৩ বছর ধরে মোঃ মহাব্বত আলী চৌধুরী নলকূপটি এককভাবে ব্যবহার করতেন। তবে সম্প্রতি সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন বরাদ্দ দেওয়া হলে সেটি মোঃ সেলিম রেজার নামে বরাদ্দ হয়। স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্ত অনুযায়ী সেলিম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ডিপের কার্যক্রম পরিচালনা শুরু করেন।
অভিযোগ রয়েছে, পূর্বের দখলদার মহাব্বত আলী চৌধুরীর পরিবার এই বরাদ্দ মেনে নিতে না পেরে ডিপের দখল ছাড়তে অস্বীকৃতি জানায় এবং জোরপূর্বক ডিপ চালানোর চেষ্টা করে। এর ফলে ট্রান্সফরমার এবং মোটর পুড়ে যায়। আইনি প্রক্রিয়ায় কোনো সুরাহা না পেয়ে তারা সন্ত্রাসী হামলা চালানোর পথ বেছে নেয় বলে সেলিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মোঃ সেলিম রেজা নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের জমি এবং জলসম্পদ সংক্রান্ত বিরোধ থেকে এমন উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :