ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন।
বুধবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে ধামরাইয়ের খাগুর্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল মিলের শ্রমিক জাহাঙ্গীর ও জেয়াসমিন। নিহত বাকী ২ নারী শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতে ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকবাহী বাসটি বালিয়া এলাকায় যাবার পথে খাগুর্তা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইটবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ নারী শ্রমিকের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে কালামপুর পপুলার হাসপাতালে জাহাঙ্গীর নামে আরেও একজনের মৃত্যু হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।দুর্ঘটনার কারন জানতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :