ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন / ৩৩৩
ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে (পিবিআই)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই এর পরিদর্শক মোঃ আব্দুল বাতেন মিয়া।

এর আগে গত ১১-১২ জানুয়ারি টানা ২৪ ঘন্টা নরসিংদী ও সিদ্ধিরগঞ্জে এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে তারা।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিলেট জেলার মোঃ আব্দুল আহাদের ছেলে নুর আহমেদ সুমন মিয়া (৩০) এবং পটুয়াখালী জেলার মোঃ সেরাজ হাওলাদারের ছেলে আলমগীর হোসাইন (৪০)।

পিবিআই জানায়, গত ৩-১২) -২০২০ সালে সোনিয়া আক্তার (১৫) কে ধর্ষণ এবং ঝুমা আক্তার (১৩) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং (৭) দায়ের করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা সিবিআই এর কাছে মামলা হস্তান্তর করেন। তখন থেকে আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। দীর্ঘ দুই বছর যাবত বিভিন্ন স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন আসামিরা। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ