মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে দি ইউএস এইড এর অর্থায়নে এবং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩নভেম্বর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ পরিষদ সভা কক্ষে উপজেলা প্রজেক্ট অফিসার শাহানাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো: জিল্লুর রহমান সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আংগারিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো: শাহাবুদ্দিন, প্রজেক্ট বাস্তবায়নকারী সংস্থা ‘রুপান্তর’ এর পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো: জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও লিগ্যল এইড কমিটির সকল সদস্যবৃন্দ, কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :