তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ভুয়া কাবিনে জাল স্বাক্ষর দেওয়া ও স্ত্রীর দাবি বেবী আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওমান প্রবাসী মো. ইসমাইল হোসেন। শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় তালতলী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভোগী ইসমাইল হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমি ওমান প্রবাসী ১৩ বছর যাবত দেশের বাহিরে থাকি।বর্তমানে ছুটিতে দেশের বাড়িতে আসছি।বেবী আক্তার নামে এক মহিলা স্বামী দাবি করে জালি য়াতির মাধ্যমে ভুয়া কাবিননামা তৈরি করে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করে আসছে।তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং কোনো যোগাযোগ ছিল না।আমার বিরুদ্ধে ওই মহিলা বেবী আক্তার নারী শিশু নির্যাতন ট্রাইবুনালে আদালত মিথ্যা মামলা দেয়।বেবী আক্তার বিভিন্ন জায়গায় একাধিক বিয়ে ব্লাকমেইল ও প্রতারনা করে আসছে।তার সাথে কোনো বিবাহ হয় নি।বিয়ের কাবিনে কোনো আমার স্বাক্ষর নেই।ভুয়া কাবিনে স্বাক্ষর জাল করে স্বামী দাবি করছে কিন্তু তার সাথে কোনো বিবাহ হয় নি।বেবী আক্তারের কাজ হলো বিভিন্ন পুরুষদের ব্লাকমেইল করা। আমাকেই বিভিন্ন ভাবে ভুয়া কাবিন তৈরী মিথ্যা মামলা এবং প্রতারনার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেওয়া তার কাজ। বেবী আক্তারের ভুয়া কাবিনে স্বাক্ষর দেওয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি।
সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন বলেন, কাবিনে জাল স্বাক্ষর করে আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ভুয়া কাবিনে জাল স্বাক্ষর আমার না। ছলনাময়ী ওই নারী আমাকে ফাঁসানোর জন্য স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা তৈরি করে। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ কামনা করছি।
এ সময়ে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.জিয়াউল হক জোবায়ের, সাধারণ সম্পাদক মো.জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান নাদিম, কার্যনির্বাহী সদস্য মল্লিক মোহাম্মদ জামাল, কোষাধ্যক্ষ মো.সাইদুর রহমান,সদস্য মো. মোস্তফা কামাল,তালতলী সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, হায়দার হাওলাদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :