তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:২৫ অপরাহ্ন / ৭৮
তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে রুপন ইসলাম (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা দোলার জিগারতল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুপন ইসলাম হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চক বানারসী গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি কি ভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও একটা চিঠি পাওয়া গেছে।