সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় হঠাৎ ২০ দিনের ব্যবধানে প্রায় দ্বিগুন বেড়েছে বীজআলুর দাম। যার কারণে মধ্যবিত্ত কৃষকদের নাবিশ্বাস উঠেছে। এতে পিছিয়ে পড়ছে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষীরা। আবার অনেকেই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশংকা করছেন ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পাঁচ ইউনিয়নে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৫০ হেক্টর তার মধ্যে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। সে অনুযায়ী ১ হাজার টন আগাম বীজ আলুর প্রয়োজন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কৃষকরা আগাম আলু চাষে ব্যাস্ত সময় পাড় করছেন। কিন্তু অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আলু চাষের জন্য জমি প্রস্তুত করলেও বীজের দাম অস্বাভাবিক হওয়ায় জমিতে আলু চাষ করতে পারছেন না। যে সব কৃষক আলুর বীজ কিনে রেখেছিল তাঁরা ইতোমধ্যে জমিতে আলুর বীজ লাগানো শেষ করেছেন। কিন্তু গত ২০ দিনের ব্যবধানে ৪৫ থেকে ৫০ টাকার বীজ আলু ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বেড়ে যাওয়ায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিরা পড়েছেন বিপাকে।
কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের কৃষক আজিজার রহমান জানান, কয়েক দিন আগে বাজারে বীজ আলু বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। আড়াই বিঘা জমি প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু বাজারে অস্বাভাবিকভাবে আলুর বীজের দাম বেড়ে ৬৫ থেকে ৭০ টাকা হওয়ায় এখনো এক বিঘা জমির বীজ কিনতে পারিনি।
আলুর বীজ ব্যবসায়ী লাল মিয়া বলেন, কয়েক দিন আগে আলুর বীজ বিক্রি করেছি ৪০ টাকা কেজি দরে। কিন্তু ২০ দিনের ব্যবধানে হঠাৎ করে প্রতি কেজি আলুর বীজে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে যাওয়ায় এখন প্রতি কেজি আলুর বীজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। হঠাৎ কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে জানতে চাইলে তিনি বলেন, বড় বড় বীজ ব্যবসায়ীরা অধিক লাভের আশায় বীজ বিক্রি না করায় বীজের সরবরাহ কমেছে, তাই বাজারে বীজের দাম হঠাৎ করেই বেড়েছে। এখানে আমাদের ছোট ব্যবসায়ীদের কিছু করার নাই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী বলেন, তারাগঞ্জ উপজেলায় কৃষকরা ব্রাদার্স হিমাগার, সিনহা, এনএন হিমাগারে আলু সংরক্ষণ করে থাকে। এখানে কোনো বীজ আলুর সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা জানান, নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :