তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে দুই শিশুকে অপহরণ করে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারাগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বর্মন ও সঙ্গীয় ফোর্স নীলফামারী জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। দেলোয়ার হোসেন উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর বড় দোলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। উক্ত ঘটনায় শিক্ষার্থীর বাবা গোলাম মোস্তফা ২ নভেম্বর তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং জিআর- ০২। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত (৩১ অক্টোবর) শিক্ষক দিলোয়ার হোসেন দুই শিশুকে জ্বীন দেখাবেন বলে মাদ্রাসার পাশে কবরস্থানে নিয়ে যান। সেখানে দুই শিশুকে চোখ বেধে গোপন কুয়ায় নামিয়ে জুসের সাথে বিষ মিশিয়ে তাদের পান করান। চোখের কাপড় সরালে পরিবারের ক্ষতি হবে এমন ভয় দেখান। এ সময় শিশু ইমরান সেখানে বমি করে। এতে ওই শিক্ষক দুই শিশুকে গালাগাল করতে থাকেন। এ সময় বিউটি বেগম নামের একজন তাদের কথাবার্তা শুনতে পেয়ে সেখানে এগিয়ে যান। তাকে দেখে ওই শিক্ষক সেখান থেকে পালিয়ে যান। তারাগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বর্মন বলেন, আসামি দেলোয়ার হোসেন খুবই চালাক প্রকৃতির। সে প্রতিদিনই তার লোকেশন পাল্টিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করত। অবশেষে আমরা তাকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ধরতে সক্ষম হয়েছি। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাঈদুল ইসলাম বলেন, এই মামলাটি মুলত তারাগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলা। দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বিষ পানে হত্যা চেষ্টার প্রধান আসামি সেই মাদ্রাসার শিক্ষককে আমরা ধরতে সক্ষম হয়েছি। শুক্রবার দুপুরে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :