তারাগঞ্জে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৪, ৮:০০ অপরাহ্ন / ১২১
তারাগঞ্জে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বুড়িরহাট আশা ব্রাঞ্চের আয়োজনে কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ পাঠদান কেন্দ্রে উক্ত আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা রংপুর সদর ব্রাঞ্চের সিনিয়র ডিএম হারুনার রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর ব্রাঞ্চের আশা শিক্ষা অফিসার রিফাত হোসেন, আশা বুড়িরহাট ব্রাঞ্চের ম্যানেজার প্রদীপ কুমার রায়, এবিএম শাহাজান আলী, শিক্ষা সুপারভাইজার রশিদুল ইসলাম, কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম, ইন্দ্রজিৎ রায়, আঞ্জমানআরা, আলতাফ হোসেন, খলিল মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তব্যে আশার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝড়ে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে। এতে অসহায় ও হতদরিদ্র ৯০ জন শিক্ষার্থীর ফ্রি টিউশনির সেবাসহ শিক্ষা উপকরণের জন্য সকল ব্যবস্থা করা হবে। আগামীতে ৯ম ও ১০ম শ্রেণি হতে ঝড়ে পড়া শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে, তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনার রশিদ বলেন, আশা ক্ষুদ্র ঋণদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যার ফলস্বরুপ আশা শিক্ষা কর্মসূচি চালু করেছে, যেটা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, আমাদের রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে এই কর্মসূচি চালু করে নিম্ন বিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাহায্য করছে। তিনি আশার শিক্ষা কর্মসূচী ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ