তফসিল ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসি সচিব। এর আগে চারবার পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে এবারও কি তেমন হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভবিষ্যত কি হবে সেটা যদি আজকেই আমাদের প্রশ্ন করেন, তাহলে এ উত্তর আপনি নিজেই খুঁজে পেতে পারেন।
আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কি থাকতে পারে-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা পরে জানানো হবে। তারপর তিনি বলেন, নির্বাচনের অনেকগুলো ধাপ আছে সবগুলো কার্যক্রম ধাপে ধাপে হবে। আপনারা যে বিষয়টি বলছেন, সেটি হলো নির্বাচনের সময়কালীন বিষয়টি। এখন হচ্ছে নির্বাচন পূর্বকালীন সময়। সুতরাং তফসিল ঘোষণার সময় থেকে নির্বাচন তারিখ পর্যন্ত যখন যে ধাপে যা প্রয়োজন হবে কমিশন তখন সেটা গ্রহণ করবে।
বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশন বর্হিভূত বিধায় আজকের সভায় কোনো আলোচনা হয়নি।
লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্নে ইসি সচিব বলেন, আমরা তফসিল ঘোষণা করেছি এর মধ্যে রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পদপ্রার্থীতা ঘোষণা করবে, নমিনেশন দাখিল করবে, বাছাইয়ে উত্তীর্ণ হবে, যখন প্রচারণায় যাবে তখন থেকে সম্পূর্ণরূপে যারা পদপ্রার্থী থাকবে তাদের সকল ধরণের সমতল অবস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে কখনো পিছপা হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :