ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন দেয়ালে ছাত্রদলের পোস্টার সাঁটানোর প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার গভীর রাতে এই বিক্ষোভ থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
৭ নভেম্বর ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ সামনে রেখে অন্যান্য এলাকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোসহ বিভিন্ন দেয়ালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিসংবলিত পোস্টার সাঁটায় ছাত্রদল। বিষয়টি নিয়ে বুধবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়। পরে রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ফটকে জড়ো হন একদল শিক্ষার্থী। সেখানে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ স ম আলী রেজা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। এর এক পর্যায়ে আশপাশের হল থেকেও মিছিল নিয়ে শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। শিক্ষার্থীদের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে যায়। রাত ১২টার দিকে শিক্ষার্থীরা হলে ফেরেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর, ছাত্ররাজনীতি নো মোর’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘দেয়ালে পোস্টার লাগালে, দুঃখ আছে কপালে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ও অমর একুশে হলেও রাতে ছাত্রদলের পোস্টার সাঁটানোর প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
আপনার মতামত লিখুন :