নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সাধারণ মানুষের উৎকণ্ঠা। কে নির্বাচিত হবে এমপি হিসেবে জামালপুর ৫ থেকে, এ নিয়ে কল্পনা জল্পনার শেষ নেই। মার্কেটে রাস্তায়, অফিসে কিংবা চায়ের দোকানে সর্বত্রই এখন আলোচনা নির্বাচনের। জামালপুর পাঁচ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫ লক্ষ। এরমধ্যে নারী ভোটার সংখ্যা বেশি, সাতজন রয়েছে হিজড়া সম্প্রদায়। এখানে প্রতিদ্বিতা করছে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বতন্ত্র, সুপ্রিম পার্টি ন্যাশনাল পিপলস পার্টি এবং অন্যান্য কিছু দল। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা মূলত স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীকে নিয়ে।স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে ঈগল প্রতীক নিয়ে রেজাউল করিম রেজনু এবং আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ করছেন নৌকা প্রতীক নিয়ে। সর জমিনে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থক এবং ভোটারের সংখ্যা বেশি। আবুল কালাম আজাদ এলাকার সাথে কোন সম্পর্ক নেই পক্ষান্তরে স্বতন্ত্র প্রার্থী আমাদের এলাকার সন্তান, যাকে আমরা পাশে পাই। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের প্রতিপক্ষের ক্যাম্প ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া যায়। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হবেন এমনটাই ইচ্ছা পোষণ করছেন স্থানীয় সাধারণ মানুষেরা। এছাড়া জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদের সাথে সাক্ষাতে উনি বলেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সজাগ আছে, কেউ যদি নির্বাচনবিধি লংঘন করলে, অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে এবং ২/১/২০০৪ রোজ মঙ্গলবারের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, সেই ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানায় এছাড়া সার্বিক আইন শৃংক্ষলা পরিস্থিতি সাভাবিক আছে বলে জানান।
আপনার মতামত লিখুন :