‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার ২ সহযোগিকেও গ্রেফতার করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলার মথুরাপুর দোপপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই নেতা হলেন, আব্দুল ওহাব মথুরাপুর এলাকার মৃত জাহেদ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি।
জানা যায়, পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল এ গ্রেফতার অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের মথুরাপুর দোপপাড়ার আনিছুর রহমান ওরফে আনছু নামের এক ব্যাক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
এর আগে, গত রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জন নামীয় ও দুই থেকে তিনশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারী সহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার করে।
আপনার মতামত লিখুন :