জয়পুরহাট পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা শান্তিপূর্ণভাবে পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন / ৩৮৬
জয়পুরহাট পাঁচবিবিতে হিন্দু ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা শান্তিপূর্ণভাবে পালিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ সনাতন ধর্মালম্বীদের অন্যতম শ্রীশ্রী সরস্বতী পূজা পালন উপলক্ষে সকালে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ চত্ত্বরে কলেজ কর্তৃপক্ষ ও হিন্দু ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপনে কলেজের পূজা উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যক্ষ সুভাশীষ কুমার মন্ডলের ও শিক্ষক মৃম্ময় সরকার সহ, শিক্ষাথীদের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগীতায় পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে পাঁচবিবি নছির মন্ডল বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমান উদ্দীন মন্ডল এর দিক নির্দেশনায় শিক্ষক আব্দুল মোত্তালেব, নির্মল টুডু, সার্বিক সহযোগিতায় পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বাবুল চন্দ্র সরকার ও বিশ্বজিৎ কুমার সরকার এর পরিচালনায় ছাত্র জয় কুমার, অর্ক কুন্ডু, শুভ দাস বিজয় ঘোষ এর সহযোগীতার পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

পূজা অনুষ্ঠানে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতীর চরণে পূষ্পার্ঘ্য অর্পন করে ছাত্র-ছাত্রীবৃন্দ। পূজা শেষে আগত শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পারিবারিকভাবে সরস্বতী পূজা উদযাপনের খবর পাওয়া গেছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ