জয়পুরহাট দুই আসনে মনোনয়ন দাখিল করলেন ১৯ জন প্রার্থী


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন / ২১৯
জয়পুরহাট দুই আসনে মনোনয়ন দাখিল করলেন ১৯ জন প্রার্থী

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুই আসনে মনোনয়ন দাখিল করলেন ১৯ জন প্রার্থী। সংসদীয় আসন ৩৪ জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে যারা মনোয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সামছুল আলম দুদু, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, তৃণমুল বিএনপির মো. মাসুম, ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপি) মো. রুকুনুজ্জামান। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন, রানী রাবেয়া আসরী, এ কে এম রায়হান মন্ডল মনু, আব্দুল আজিজ মোল্লা, মোছা. আলেয়া বেগম এবং মো. জহুরুল ইসলাম।

সংসদীয় আসন ৩৫ জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে যারা মনোয়নপত্র দাখিল করেছেন তারা হলেন-

আওয়ামী লীগের বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, জাকের পার্টির মো. গোলাম রসূল, বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন, ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপি) আবু সাঈদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মো. আতোয়ার রহমান, মো. গোলাম মাহফুজ চৌধুরী এবং আব্দুর রাজ্জাক সরদার।

জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলায় দুটি আসন রয়েছে। এরমধ্যে জয়পুরহাট-১ আসনে ১০টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন ও স্বতন্ত্র পাঁচজন রয়েছেন। এছাড়া জয়পুরহাট-২ আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, জয়পুরহাট- ১ এ মোট স্বতন্ত্র প্রার্থী ৫ জন এবং জয়পুরহাট-২ এ ৩ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার এই দুটি আসনে কোনও সুযোগ নেই।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ