জয়পুরহাট জেনারেল হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৪, ৪:০৫ অপরাহ্ন / ৩৭
জয়পুরহাট জেনারেল হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

পরিছন্ন শুরু  হোক আমার থেকে এই প্রতিপাদ্যে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে “বিডি ক্লিন -বাংলাদেশ” জয়পুরহাট শাখার আয়োজনে শপথ ব্যাক্য পাঠের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং বিডি ক্লিন জয়পুরহাট তত্বাবধানে শনিবার (৭ ডিসেম্বর) কার্যক্রম সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক জুয়েল।

এছাড়াও পরিচ্ছন্নতা শেষে সকল ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বার্তা প্রদান করেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার, মোহাম্মদ আবদুল ওয়াহাব, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: রাশেদ মোবারক জুয়েল, জয়পুরহাট বিডি ক্লিনের উপদেষ্টা জয়নুল আবেদীন, জেলা সমন্বয়ক রাকিবুল হাসান, সহ সমন্বয়ক, এস এম রমজান রকি, উপ সমন্বয়ক নাবিহা তাহসিন নুহা, আবু সাঈদ আল আলিফ, অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান।

বিডি ক্লিন জয়পুরহাটে সমন্বয়ক রাকিবুল হাসান বলেন, ‘পরিচ্ছন্ন শুরু হোক আমার থেকে’ এ শ্লোগানকে মনে প্রাণে ধারন করে, চাইলে যে কোন বয়সের যেকেউ স্বেচ্ছায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র গর্বিত সদস্য হতে পারেন। আমরা নিজে থেকে স্বোচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সবাই নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোন একদিন সারাদেশ পরিস্কার হয়ে যাবে।

জয়পুরহাট বিডি ক্লিনের উপদেষ্টা জয়নুল আবেদীন বলেন, জেলাকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে বিডি ক্লিনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ জয়পুরহাট জেনারেল হাসপাতালে জেলা প্রশাসকের শপথ বাক্য পাঠ শেষে ৭০ জন বিডি ক্লিনের সদস্যরা দিনভার হাসপাতালের আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা করেছে।

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, হাসপাতালকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যেগ নেওয়া হয়েছে। আজকে বিডি ক্লিনের সদস্যরা সহযোগিতা করেছে। তাদেরকে কৃতজ্ঞতা জানায়। শুধু একদিন না আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, বিডি ক্লিনের এমন উদ্যেগ জয়পুরহাট বাসীর জন্য একটি আশা ব্যঞ্জক। পরিস্কার পরিচ্ছন্নতা করে জয়পুরহাট হাসপাতালের আশে পাশে যেভাবে ময়লা আবর্জনা পরিস্কার করলেন। এতে সুস্থ ও সুন্দর জাতি গঠনে ভুমিকা রাখবে

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার। তাই আমরা সবাই প্রতিজ্ঞা করি জয়পুরহাট জেলায় একটি ময়লাও যত্রতত্র ফেলবনা।

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি