মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের বিজিবির অভিযানে ৪টিস্বর্ণের বারসহ মোস্তাকিম রহম্ন (২২) এক যুবককে আটক করেছে। আটককৃত চোরাকারবারী মোস্তাকিম রহমান বিরামপুরের দক্ষিণ দামুদার গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকালে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৮ মার্চ) সকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সীমান্তের নিকটবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ৪টি স্বর্ণের বারসহ এক যুবককে জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি) এর সদস্যরা ওই যুবককে আটক করে।
৮ মার্চ সকাল আনুমানিক সাড়ে সাত টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮৯/এমপি হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দামুদার নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে মোস্তাকিম রহমান (২২) নামে এক চোরাকারবারীকে ৪টি স্বর্ণের বারসহ আটক করা হয়।
আটককৃত চোরাকারবারী স্থানীয় এবং দক্ষিণ দামুদার গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই সময় স্বর্ণের পাশাপাশি একটি সীমকার্ডসহ একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণসহ মালামালের মূল্য প্রায় ৪৪ লক্ষ ৮১ হাজার ২ শত টাকা। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র এই কর্মকর্তা নিশ্চিত করেন ।
আপনার মতামত লিখুন :