মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার দুটি গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১৩জন আহত হয়ে হাসপা ভর্তি হয়েছে।
আজ রোববার বিকালে জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর ও আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে কয়েকটি শিয়াল আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর ও ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের কয়েকটি বাড়িতে প্রবেশ করে লোকজন কামড় দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছে। এ ঘটনায় শিয়াল আতংকে পড়েছে ওই গ্রামের মানুষদের।
আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ইসমাইলপুর গঙ্গাপ্রসাদ গ্রামের মামুন হোসেনের স্ত্রী চুমকি বেগম বলেন, আছরের নামাজের পর বাড়িতে একটি শিয়াল প্রবেশ করে তাকে কামড়ানোর পর তার দুই শিশু সন্তান কামড়িয়ে গুরুতর আহত করে। শুধু তার
পরিবারের লোকজনকেই না ওই গ্রামে আরও অনেক কয়েক জনকে কামড়িয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে তাদেরকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী তাহেরা বেগম বলেন, তিনি বিকালে মাঠে গরুর খাবারের ঘাস কাটছিলেন। এসময় হঠাৎ করে একটি শিয়াল এসে তাকে কামড়িয়ে আহত করেছে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করেছে।
আপনার মতামত লিখুন :